টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়ে রেকর্ডগড়া বোলিং করে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পাচ্ছেন রিশাদ হোসেন। এবার তাকে দলে নিয়েছে জিম আফ্রো টি-টেন লিগের দল হারারে বোল্টস।
আগামী রোববার হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার অংশগ্রহণকারী ৬ দলের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
টুর্নামেন্টে খেলতে গেলে সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার দাসুন শানাকা, নিউ জিল্যান্ডের জিমি নিশাম, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসদের পাবেন রিশাদ। এছাড়া ডেভিড ওয়ার্নার, কলিন মানরো, দাভিদ মালানদের মতো তারকা ক্রিকেটাররাও বিভিন্ন দলে নাম লিখিয়েছেন।
হারারেতে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এই টি-টেন লিগ। দেড় সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ সেপ্টেম্বর।
ওই সময় টেস্ট খেলতে ভারতে থাকবে বাংলাদেশ দল। পরে ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তাই টি-টেন লিগ চলাকালে জাতীয় দলের ব্যস্ততা নেই রিশাদের। বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবার দেশের বাইরের কোনো লিগ খেলতে পারবেন ২২ বছর বয়সী লেগ স্পিনার।
জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরে জোবার্গ বাফেলোজের হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলেন তাসকিন আহমেদ।
এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ডাক পান রিশাদ।
গত জুনে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ ১৪ উইকেটের রেকর্ড গড়েন তিনি। এরপরই তার সামনে খুলে যায় গ্লোবাল টি-টোয়েন্টির দুয়ার।
গ্লোবাল টি-টোয়েন্টিতে রিশাদকে দলে নিয়েছিল টরোন্টো ন্যাশনালস। কিন্তু দেশের অস্থির অবস্থার মাঝে ভিসা জটিলতার কারণে ওই টুর্নামেন্ট খেলতে যেতে পারেননি।
আর চলতি মাসের শুরুতে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছে হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ব্যস্ততা ও একই সময়ে বিপিএল হওয়ার সম্ভাবনা থাকায় রিশাদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা একদম ক্ষীণ।